'নিজেদের মতে নিজেদের গান', মিউজিক ভিডিওতে একজোট টলিউডের শিল্পীরা
Continues below advertisement
গানের সুরে নিজেদের কথা। অনির্বান ভট্টাচার্যের কথায় ও শুভদীপ গুহর সুরে মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন ঋতব্রত মুখোপাধ্যায় ও ঋদ্ধি সেন। ঋতব্রত জানিয়েছেন, 'এটি একটি প্রতিষ্ঠান বিরোধী গান'। রাজনৈতিক বার্তা দেওয়ার জন্য কোন রাজনৈতিক দলের প্রয়োজন নেই, বলেন ঋদ্ধি।
Continues below advertisement