Exclusive Manoj Bajpayee: বিতর্ক উড়িয়ে নিউইয়র্ক চলচ্চিত্র উৎসবে 'বন্দা', ছবি নিয়ে ABP News-এ অকপট মনোজ

সদ্য ওটিটিতে মুক্তি পেয়েছে মনোজ বাজপেয়ী অভিনীত 'সির্ফ এক বন্দা কাফি হ্যায়' ছবিটি। এক নাবালিকার ধর্ষণের ঘটনা ও তাঁর সঙ্গে আশ্রম বাপুর যোগ নিয়ে তৈরি হয়েছে এই ছবি।  সেখানে উকিলের ভূমিকায় অভিনয় করছেন মনোজ। ইতিমধ্যেই হাজারও বিতর্কও তৈরি হয়েছে ছবিটি নিয়ে।পরিচালক অপূর্ব সিংহ কার্কি এই ছবিটি প্রযোজনা করেছেন, বিনোদ ভংসালী কমলেশ ভংসালী, আসিফ শেখ, বিশাল গুর্রানি (Vishal Gurnani) ও জুহি পারেখ মেটা । এই ছবি নিউ ইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে। মুক্তির পর প্রশংসিত এই ছবি নিয়ে এবিপিকে কী বললেন অভিনেতা? 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola