Paayel Sarkar Exclusive: অভিনয়ই প্রথম প্রেম, রাজনীতি নিয়ে এই মুহূর্তে কোনও পরিকল্পনা নেই : পায়েল

Continues below advertisement

জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত ওয়েব সিরিজ 'একেনবাবু'-এবার বড়পর্দায়। আর সেখানেই অভিনয় করছেন পায়েল। কেমন হল 'একেন' ওরফে অনির্বাণের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা? এবিপি লাইভের মুখেমুখি হয়ে পায়েল বললেন, 'একেন চরিত্রটাই এত জনপ্রিয় যে এই চিত্রনাট্যকে না বলার কোনও কারণই ছিল না। এই গোটা টিমটার সঙ্গে আমি আগে কাজ করেছি, সবাই পূর্বপরিচিত। তবে কেবলমাত্র অনির্বাণদার (Anirban Chakraborty) সঙ্গে কোনও কাজ হয়নি। আমরা যখন দেখা করলাম, স্ক্রিপ্ট পড়লাম, তখনই সহজ হয়ে গিয়েছিলাম একে অপরের সঙ্গে। অভিনয় করতে কোনও সমস্যাই হয়নি। আমার বেশিরভাগ দৃশ্য অনির্বাণ আর দেবাশীষের সঙ্গেই ছিল। দেবাশীষের সঙ্গেও এর আগে কাজ করিনি আমার। তবে ওকে 'মন্দার'-এ দেখেছি। আমার ভীষণ ভালো লেগেছিল ওর কাজ।' ক্যামেরায় সঞ্জয় দেবের সঙ্গে তোর্ষা ভট্টাচার্য, এবিপি লাইভ

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram