Paka Dakha Shooting: ফ্লোরে জিৎ গঙ্গোপাধ্যায়, বাবা যাদবের পরিচালনায় নেচে উচ্ছ্বসিত সুস্মিতা
জমে উঠেছে শ্যুটিং ফ্লোর। কালো কোট প্যান্টে হাজির নায়ক, পাশে ঝলমলে পাশ্চাত্য পোশাকে তৈরি নায়িকাও। সেটে হাজির সঙ্গীত পরিচালকও। প্রেমেন্দু বিকাশ চাকি পরিচালিত 'পাকা দেখা' ছবির শ্যুটিংয়ে হঠাৎ হাজির জিৎ গঙ্গোপাধ্যায়। বাবা যাদবের পরিচালনায় নিজের গানের শ্যুটিং দেখে অভিভূত তিনি। রুপোলি পর্দায় এই গানে পা মেলাতে দেখা যাবে সোহম চক্রবর্তী ও সুস্মিতা চট্টোপাধ্যায়কে। জিৎ গঙ্গোপাধ্যায় ও বাবা যাদবের সঙ্গে শ্যুটিং করে কেমন অভিজ্ঞতা হল দুই অভিনেতা অভিনেত্রীর?