Parambrata Chatterjee Exclusive: 'আমি আলিয়ার ভক্ত, সুযোগ পেলে ওঁর ছবি পরিচালনা করতে চাইব'
টলিউড থেকে তাঁর যাত্রা শুরু হয়েছিল। অভিনয়, তারপর পরিচালনা, সব জায়গাতেই সমান পারদর্শিতা দেখিয়ে তিনি। এরপর বলিউড সফর। সেখানেও একাধিক অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করে ফেলেছেন এই বাঙালি নায়ক। পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। সদ্য মুক্তি পাচ্ছে তাঁর পরিচালিত ছবি 'অভিযান'(Abhijan)। ভেন্যু সৌজন্যে: The Beanshot Cafe
Tags :
Soumitra Chatterjee ABP Ananda Alia Bhatt Tollywood Entertainment এবিপি আনন্দ ABP Exclusive ABP Live ABP Live Exclusive Entertainment News Abhijaan Jissu Sengupta এবিপি আনন্দ এন্টারটেনমেন্ট টলিউড এবিপি লাইভ বাংলা ছবি অভিযান Parambrta Chatterjee ABP Ananda