Parambrata Chatterjee: পিয়া চক্রবর্তীর হাত ধরেই নতুন জীবনের পথে পা বাড়ালেন পরমব্রত| ABP Ananda Live

Entertainment News : ব্যাচেলর তকমাটা এবার মুছে গেল পরমব্রত চট্টোপাধ্যায়ের জীবন থেকে। দাম্পত্য জীবনে পা রাখলেন পরমব্রত। সমাজকর্মী পিয়া চক্রবর্তীকে বিয়ে করলেন তিনি। পরমব্রতর যোধুপুর পার্কের বাড়িতে সোমবার তাঁদের রেজিস্ট্রি ম্যারেজের আয়োজন করা হয়। পরমব্রত এবং পিয়ার পরিবারের সদস্যরা ছাড়া দুজনের ঘনিষ্ঠ কিছু বন্ধু উপস্থিত হন বিয়েতে। তত্ত্বের মিষ্টি নিয়ে হাজির হন অভ্যাগতরা। অনেকদিন ধরেই পরমব্রত এবং পিয়ার সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিল টলিপাড়ায়।  তাঁরা নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। বিয়ের সিদ্ধান্তের কথাও এতদিন গোপনই রেখেছিলেন। সোমবার পিয়ার হাত ধরেই নতুন জীবনের পথে পা বাড়ালেন পরমব্রত চট্টোপাধ্যায়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola