Parambrata on Abhijaan Exclusive: 'ওঁর ভূমিকায় কে অভিনয় করবেন, সেটা নিয়ে মতামত ছিল সৌমিত্র জ্যেঠুর'

চেনা কিংবদন্তির অজানা গল্প। এটাই তো লক্ষ্য 'অভিযান'-এর। দীর্ঘদিনের শ্যুটিং, জীবনের গল্প বলার গুরুদায়িত্বে কতটা সফল হলেন পরিচালক, দর্শক সেই বিচার করবেন ১৫ এপ্রিল। পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee) পরিচালনায় মুক্তি পাচ্ছে 'অভিযান'। বাংলার স্বর্ণযুগের নায়ক সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee) জীবনকে রুপোলি পর্দার ফ্রেমে বেঁধেছেন পরিচালক পরমব্রত।

ছবি তৈরির আগের কথোপকথন, চিত্রনাট্য তৈরি, অভিনেতা বাছাই, সবই ছবির মত মনে আছে পরিচালক পরমব্রতর। 'অভিযান' কখনও দেখবেন না সৌমিত্র চট্টোপাধ্যায় নিজে, রয়ে গিয়েছে সেই ক্ষতও। এবিপি লাইভের সঙ্গে নতুন ছবি নিয়ে কথা বলতে গিয়ে অভিজ্ঞতার ঝুলি উপুড় করে দিলেন পরমব্রত। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola