Paran-Anirban Exclusive: জঙ্গলে চিতাবাঘের সামনে পরাণ, 'একেন' বলে ডাকলে কি মনখারাপ হয় অনির্বাণের?
Entertainment News: পর্দায় তাঁরা একে অপরের প্রতিন্ধন্দ্বী... তবে ক্যামেরা অফ হলেই এক্কেবারে অন্য মানুষ। একে অপরের প্রশংসা পঞ্চমুখ, গুণমুগ্ধ। ছবির গল্প তো বটেই... তাঁদের কথায় উঠে এল ছোটবেলার গল্প। যা নলেন গুড়ের মতো সুমিষ্ট আর কেকের মতোই লোভনীয়। বর্তমান ছবির ধারার পরিবর্তনের আলোচনা থেকে শুরু করে জঙ্গলের মধ্যে চিতাবাঘ দেখার অভিজ্ঞতা.. এবিপি লাইভের (ABP Live) আড্ডায় গল্পের ঝুলি উপুড় করে দিলেন ইন্ডাস্ট্রির দুই আমুদে অভিনেতা। পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Banerjee) ও অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty)। Tollywood News
Tags :
Dev Anirban Chakraborty Paran Banerjee Entertainment Entertainment News ABP Exclusive Tollywood Exclusive Interview Movie News