Payel De Exclusive: মহিলা সহকর্মীরাই আমাকে বারবার বলেছিলেন আমি আর কেন্দ্রীয় চরিত্রে ফিরতে পারব না: পায়েল দে

‘দেশের মাটি’ ধারাবাহিকের রেশ এখনও দর্শক মনে রীতিমতো তরতাজা। এরইমধ্য়ে দর্শকের জন্য় সুখবর নিয়ে এলেন  অভিনেত্রী পায়েল দে। বেশ কয়েক বছর পর আবারও তিনি ফিরছেন কেন্দ্রীয় চরিত্রে। ‘সোনা রোদের গান’ধারাবাহিকের হাত ধরে পায়েল ফের একবার স্বমহিমায়। এখানেই শেষ নয়, এই প্রথমবার ঋষি কৌশিকের সঙ্গে জুটি বেঁধে কাজ করছেন পায়েল। সবমিলিয়ে ঠিক কেমন অভিজ্ঞতার মধ্য়ে দিয়ে যাচ্ছেন অভিনেত্রী? শেয়ার করলেন এবিপি লাইভের এক্সক্লুসিভ সাক্ষাতকারে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola