ABP News

Priyanka Sarkar Exclusive: পড়াশোনা, বন্ধুত্ব সব অনলাইনে! সহজের ওপর লকডাউনের প্রভাব নিয়ে চিন্তা হত: প্রিয়ঙ্কা

Continues below advertisement

তিনি নায়িকা, তিনি মা-ও। ব্যস্ত শ্যুটিং শিডিউল সামলেও ছোট্ট সহদের খেলার সঙ্গী তিনি। প্রিয়ঙ্কা সরকার। করোনা পরিস্থিতির আটকে রয়েছে তাঁর একাধিক ছবির মুক্তি। তবে শ্যুটিং থেমে নেই। আগামী বছরে বেশ কয়েকটি নতুন ছবি ও ওয়েব সিরিজের মুখ্য ভূমিকায় অভিনয় করতে চলেছেন প্রিয়ঙ্কা। অন্যদিকে, লকাডাউনে বাকি সব শিশুর মতোই বাড়িতে বন্দি সহজ। ছেলের ওপর করোনা পরিস্থিতির প্রভাব নিয়ে চিন্তা হয় নায়িকার? ঘরের কথা, ঘরের বাইরের কথা, এবিপি লাইভে অকপট প্রিয়ঙ্কা সরকার।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram