Priyanka Sarkar Exclusive: 'কলকাতার হ্যারিই প্রথম সিনেমা, যেখানে সহজ প্রথমবার প্রেক্ষাগৃহে মাম্মার অভিনয় দেখবে'

Continues below advertisement

গরমের ছুটিতে ছোটদের ছবি। ম্যাজিক, রুপকথার গল্প বলতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'কলকাতার হ্যারি' (Kolkatar Harry)। এই ছবিটা একটু বেশিই বিশেষ প্রিয়ঙ্কা সরকারের (Priyanka Sarkar) একরত্তি পুত্র সহজের কাছে। কেন? কেবল তার মা সেখানে অভিনয় করছেন বলে নয়, এই প্রথম প্রেক্ষাগৃহে গিয়ে মায়ের অভিনীত একটা ছবি দেখবে সহজ (Sohoj)।

সোহম চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধে 'কলকাতার হ্যারি' নিয়ে আসছেন প্রিয়ঙ্কা। এই ছবিতে অভিনয়ের সঙ্গে সঙ্গে প্রযোজনার দায়িত্বও সামলেছেন সোহম। সম্প্রতি একটি দুর্ঘটনার কারণে প্রায় ৩ মাস বিছানায় কেটেছে প্রিয়ঙ্কার। সুস্থ হলেও আস্তে হাঁটছেন তিনি। তা সত্ত্বেও শ্যুটিং, ডাবিং, ছবির প্রচার.. তাঁর মুখের হাসি মেলায়নি। কালো বাদামি পোশাক আর খোলা চুলে ডাবিং সেরে প্রিয়ঙ্কা যখন সোহমের অফিসে এলেন, তখন তাঁর চোখে মুখে ক্লান্তির বদলে মেখে রয়েছে চেনা হাসি। এক কাপ কফির বিরতি নিলেন মাত্র। তারপরেই এবিপি লাইভের ক্যামেরার সামনের চেয়ারে বসে পড়লেন। ছোটদের ছবির গল্প বলতে হবে যে...

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram