Prosenjit Chatterjee Exclusive: সরস্বতী পুজো মানে ভ্যালেন্টাইনস ডে আর হলুদ শাড়ি পরা মেয়েরা
'ছোটবেলার সরস্বতী পুজো বলতেই মনে পড়ে বাড়ির পুজো, হলুদ শাড়ি পরা ছোট থেকে বড় মেয়ের দল, তিনদিনের প্রেম আর অনেকটা ভালোলাগা...তবে হ্যাঁ, সেই প্রেম আমার সঙ্গে হয়েছে এমনটা নয়, বন্ধুদের হত...' বলেই হেসে ফেললেন বুম্বাদা ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। নতুন ছবি মুক্তির ঠিক আগের সন্ধেয় এবিপি লাইভের সঙ্গে আড্ডা জমিয়েছিলেন 'টলিউডের ইন্ডাস্ট্রি'। 'কাকাবাবুর প্রত্যাবর্তন' নিয়ে পর্দায় ফিরছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। কাচ ঘেরা ঘরের শ্যাওলা রঙের সোফায় গা এলিয়ে শোনাচ্ছিলেন কিনিয়া, দক্ষিণ আফ্রিকা আর মাসাইমারায় শ্যুটিংয়ের গায়ে কাঁটা দেওয়ার মত সব অভিজ্ঞতার কথা। রাত পোহালেই সরস্বতী পুজো। বসন্তের ছোঁয়া লাগা এই পুজোর সঙ্গে সবারই যেন জড়িয়ে থাকে এক রাশ ছেলেবেলা। কেমন ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলেবেলার পুজো? এবিপি লাইভের প্রশ্নের উত্তরে প্রসেনজিৎ বললেন, 'ছোটবেলার সরস্বতী পুজো (Sarsowati Puja) মানেই আমাদের কাছে ভ্যালেন্টাইনস ডে। আর মনে পড়ে বাড়ির পুজো..হলুদ শাড়ি পরা ছোট থেকে বড় মেয়ের দল, তিনদিনের প্রেম আর অনেকটা ভালোলাগা...তবে হ্যাঁ, সেই প্রেম আমার সঙ্গে হয়েছে এমনটা নয়, বন্ধুদের হতে পারে...।'