Prosenjit Chatterjee Exclusive: 'বাপিদার চলে যাওয়াটা বড্ড তাড়াতাড়ি হয়ে গেল', শোকস্তব্ধ প্রসেনজিৎ
'বাপ্পি দা আমার কাছে কতটা special তা বলার ভাষা আজ নেই আমার কাছে। He truly had a heart of gold! আমাদের আত্মীয়তা, আমাদের একসঙ্গে কাজ... কত কত স্মৃতি... ভালো থেকো বাপ্পি দা। তোমার সকল সৃষ্টি চিরদিনই অমর হয়ে থাকবে'... সোশ্যাল মিডিয়া পোস্টে উপচে পড়ছে আবেগ। সকালের নীলচে আকাশেও মাখা ছিল মনখারাপের খবর। বাপ্পি লাহিড়ি নেই। সঙ্গীত জগতের আরও এক নক্ষত্রপতন। ৬৯ বছর বয়সে মুম্বইয়ের হাসপাতালে যিনি জীবনে চিরবিদায় জানিয়েছেন, তাঁর সঙ্গে আত্মীয়তার সম্পর্ক 'টলিউডের ইন্ডাস্ট্রি'-র। মুম্বই গেলেই দেখা করতে যেতেন তাঁর বাড়িতে। আজ, 'ডিস্কো ডান্সার'-এর স্রষ্টার প্রয়াণে কত মুহূর্ত মনে পড়ে যাচ্ছে তাঁর। এবিপি লাইভে বাপ্পি লাহিড়ীর স্মৃতি জড়নো কথা উজাড় করে দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
Tags :
ABP Ananda ABP Exclusive Bappi Lahiri Bappi Lahiri Passes Away Singer Bappi Lahiri Bappi Lahiri Death Bappi Lahiri Songs. Prosenjit Chatterjee