Prosenjit Chatterjee Exclusive: পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে চিতা, লোকজন বলছে, 'ডোন্ট মুভ স্যর'
কাকাবাবুর শ্যুটিং মানেই অ্যাডভেঞ্চার। ঠিক কোন কোন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন ‘টলিউডের ইন্ডাস্ট্রি’? প্রসেনজিৎ বলছেন, ‘কাকাবাবুর শ্যুটিং মানে সবসময়েই রোমহর্ষক সব অভিজ্ঞতা। আমরা যখন ‘মিশর রহস্য’-এর জন্য ইজিপ্টে কাজ করেছি, সেটার অভিজ্ঞতা মনে রাখার মত ছিল। ‘ইয়েতি অভিযান’-এ শ্যুটিং করার স্মৃতিও ভয়ঙ্কর। কিন্তু ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’-এর স্মৃতি আরও ভয়ঙ্কর। কারণ এখানে আমার সহ অভিনেতা-অভিনেত্রীরা কখনও চিতা, কখনও সাপ, কখনও হাতি বা গণ্ডার। আর সৃজিত মুখোপাধ্য়ায় কখনোই গ্রাফিক্সের সাহায্য নিয়ে কিছু তৈরি করেন না। একটা শটে, আমি আর সন্তু শুয়ে আছি আর আমার ঠিক ২ ফুটেরও কম দূরে হাতি দাঁড়িয়ে রয়েছে। অনেক দূরে দূরে ৩টে ক্যামেরা। যদি হাতিটা এক-দু পা এগোয় তাহলেই আমার বা সন্তুকে পিষে দেবে। কিন্তু তারমধ্যেও কাকাবাবুকে জ্ঞান দিতে হবে, ইয়ার্কি করতে হবে সন্তুর সঙ্গে। কারণ সামনে একটা গণ্ডার আছে। গণ্ডার আর হাতির মাঝখানে কাকাবাবু আর সন্তু।‘