Kaberi Antardhan: প্রথম দিন, প্রথম শো, 'কাবেরী অন্তর্ধান' দেখে উচ্ছ্বসিত বুম্বাদার অনুরাগীরা
কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Kaushik Ganguly) পরিচালনায় আজ মুক্তি পেল 'কাবেরী অন্তর্ধান' (kaberi Antardhan)। অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। প্রথম দিন, প্রথম শো দেখে কী বলছেন দর্শক?