Entertainment News: পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের সাসপেনশন বহাল। ABP Ananda Live

Rahool Mukharjee: ফেডারেশনের নিয়ম না মেনে বাংলাদেশে শ্যুটিং করতে যাওয়ায় পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে ব্যান করা নিয়ে বিতর্ক চলছেই। ইতিমধ্যে পরিচালকের পাশে দাঁড়িয়েছেন টালিগঞ্জের স্টুডিওপাড়ার একাধিক পরিচালক, অভিনেতা। পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের সাসপেনশন বহাল। টলিপাড়া উত্তাল। ফেডারেশনকে না জানিয়ে বাংলাদেশে গিয়ে শ্যুটিং সেরে আসার অভিযোগ পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের (Rahool Mukherjee Banned) বিরুদ্ধে। ৩ মাসের জন্য তাঁকে পরিচালনার কাজ করতে নিষিদ্ধ করা হয়েছে। এমন অবস্থায় পরিচালকের পাশে টলিউডের (Tollywood Industry) একটা বড় অংশ। ঘটনায় মুখ খুলেছেন দেব (Dev), অনিরুদ্ধ রায়চৌধুরী (Aniruddha Raychowdhury), রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) মতো তারকা শিল্পীরা। পুজোর অনুদান নিয়ে রাজনৈতিক টানাপোড়েন, পুজোর ভিড় নিয়ন্ত্রণ সংক্রান্ত পুলিশের সার্কুলার নিয়ে সজল ঘোষের ষড়যন্ত্রের অভিযোগ ঘিরে বিতর্কের পর, এবার কি ক্রমশ অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছে পুজোর সিনেমাও? কারণ, বিশেষ কোনও নাটক মঞ্চস্থ করার জন্য হল না দেওয়া থেকে শুরু করে বিশেষ কোনও ছবি ঘুরপথে না চালাতে দেওয়ার অভিযোগ আগেই উঠেছিল, এবার, পরিচালককে 'ব্যান' করা নিয়ে উত্তাল হয়ে উঠল টালিগঞ্জের স্টুডিওপাড়া। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola