Rahul Bose Exclusive: ক্যামেরায় আটকে বাঞ্জি জাম্পের দড়ি, ২০০ ফুট উঁচু থেকে উল্টো হয়ে ঝুলছিলেন রাহুল!
'রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি'। কিন্তু কলকাতায় এলেই মাছের বিভিন্ন পদ খাওয়া তাঁর চাইই চাই। শ্যুটিং ফ্লোর থেকে শুরু করে হোটেল, তাঁর মেনুতে থাকবে, একটু ভাত আর মাছের ঝোল। নলেন গুড়ের ২০টা রসগোল্লা একসঙ্গে খাওয়া নাকি কোনও ব্যাপারই না তাঁর কাছে। মুম্বইবাসী এই অভিনেতা প্রায় ৩ বছর পরে সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে ফিরছেন বাংলা ছবিতে। আগামী ১৩ অগাস্ট 'হইচই'-তে মুক্তি পাচ্ছে নতুন ওয়েব সিরিজ, 'রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি'। অচেনা অভিনেত্রীর সঙ্গে শ্যুটিং থেকে শুরু করে বাঙালিদের নিয়ে ছবি পরিচালনার ইচ্ছা, সবচেয়ে বিপজ্জনক শ্যুটিং-এর স্মৃতি.. রাহুল বসুর অজানা অভিজ্ঞতার গল্প শুনল এবিপি লাইভ
Tags :
ABP Ananda Paoli Dam Rituparna Sengupta Entertainment Srijit Mukherjee ABP Exclusive ABP Live Parambrata Chatterjee] ABP Live Exclusive Exclusive Anirban Bhattacharyya Hoichoi New Web Series Rabindranath Akhane Kokhono Khete Asenni Rahul Bose REKKA ABP Entertainment