Raj Chakrabarty: বাড়িতে আমি আর শুভশ্রী কাজের কথা বলি না, বাচ্চাদের সময় দিই: রাজ | ABP Live Bangla

২০২৪ নয়, তিনি 'বাবলি'-তে পর্দায় আনতে চেয়েছিলেন ২০০৪ সালে। বাধা দিয়েছিলেন, স্বয়ং 'বাবলি'-র লেখক। বুদ্ধদেব গুহই। কিন্তু সেই বুদ্ধদেব গুহকেই ছবিটা দেখাতে পারলেন না তিনি। এই আফশোস তাঁর রয়ে যাবে চিরকালই। দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে মুক্তি পাচ্ছে 'বাবলি'। পরিচালক রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) স্বপ্নের ছবি। সেই ছবি মুক্তি আগে, এবিপি লাইভ (ABP Live)-এর মুখোমুখি রাজ চক্রবর্তী। কথা বললেন ব্যক্তিগত জীবন, পরিবার আর 'বাবলি' নিয়ে।

২০০৪ সালে যে ছবি তৈরির স্বপ্ন ছিল, তা বাস্তবে রূপান্তরিত করতে কেন এত বছর লেগে গেল রাজের? পরিচালক বলছেন, 'আমি ২০০৪ সালে আমি 'বাবলি'-র গল্প নিয়ে টেলিফিল্ম করতে চেয়েছিলাম। তখন আমি টেলিফিল্মে ডেবিউ করছিলাম। প্রথম টেলিফিল্ম করেছিলাম 'নদের চাঁদ', তারপরেই 'বাবলি' করতে চেয়েছিলাম। ছোটবেলায় পড়া সেই গল্প আমার ভীষণ প্রিয়। লেখকও ভীষণ প্রিয়। কিন্তু সেই সময়ে বুদ্ধদেব গুহ বলেছিলেন, 'বাবলি বড়পর্দার জন্য লেখা। যদি কখনও বড়পর্দায় বাবলি করো, আমার কাছে এসো'। এরপরে ২০২১ সালে 'বাবলি'-র কপিরাইট চাইতে গিয়েছিলাম ওঁর কাছে। উনি রাজি হয়েছিলেন, আর বলেছিলেন ছবিটা তাড়াতাড়ি করতে। ওঁর গল্প থেকে খুব একটা ছবি হয়নি। উনি নিজেই আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) আর শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhasree Ganguly) নাম বলেছিলেন বাবলি আর অভিরূপের চরিত্রে। কিন্তু করোনা পরিস্থিতির জন্য আমাদের ছবির কাজে দেরি হয়ে যায়। উনিও প্রয়াত হন। বুদ্ধদেব গুহকে 'বাবলি' না দেখানোর আফশোস রয়ে যাবে।'

 

#SubhashreeGanguly #rajchakraborty #abirchatterjee #babli #entertainmnetNews #Tollywood #EntertainmentBengali

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola