Mithun Exclusive: চুল কেটে, মেকআপ ছাড়াই শ্যুটিং, মিঠুনদা চলে আসেন সময়ের আগেই: রাজ | ABP Ananda Live
পরিচালক হিসেবে কাজ করতে চেয়েছিলেন মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty)-র সঙ্গে। অফার করেছিলেন, তবে সেই সময়ে হয়ে ওঠেনি কাজটা। এর ১১ বছর পরে, মনিটরে চোখ রেখে যখন অ্যাকশন-কাট বলছিলেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty), তখন তাঁর চোখেমুখে খুশির আমেজ। স্বপ্নপূরণই তো। কারণ ক্যামেরার সামনে বসে রয়েছেন, মিঠুন চক্রবর্তী। এসভিএফের প্রযোজনায় তৈরি হচ্ছে রাজ চক্রবর্তীর নতুন ছবি, মুখ্যভূমিকায় ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty) ও মিঠুন। শ্যুটিং ফ্লোরে হাজির হয়ে, পরিচালকের মনের কথা জানল এবিপি লাইভ (ABP Live)। #mithunchakraborty #rajchakraborty #ritwickchakraborty #abpananda #EntertainmentExclusive #tollywoodnews #SVFFilms #TollywoodExclusive
Tags :
Raj Chakrabarty Mithun Chakraborty Ritwick Chakraborty Tollywood Exclusive Entertainment Exclusive Bengali Entertainment