Rajiv Kapoor: ৫৮ বছর বয়সে প্রয়াত অভিনেতা Rajiv Kapoor
প্রয়াত অভিনেতা রাজীব কপূর। তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। মুম্বইয়ের চেম্বুর এলাকার একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। ১৯৮৩ সালে মুক্তি পায় তাঁর প্রথম ছবি ‘এক জান হ্যায় হাম’। এরপর ‘মেরা সাথী’, ‘হাম তো চলে পরদেশ’, ‘প্রেম গ্রন্থ’, ‘আসমান’-এর মতো বহু ছবিতে অভিনয় করেন তিনি। রাজ কপূর পরিচালিত ‘রাম তেরি গঙ্গা ম্যায়লি’ তাঁকে বিপুল জনপ্রিয়তা দিয়েছিল। ১৯৯০-এ ‘জিম্মেদার’ মুক্তি পাওয়ার পর আর বড়পর্দায় দেখা যায়নি রাজ কপূরের কনিষ্ঠ সন্তান রাজীব কপূরকে। তবে সম্প্রতি আশুতোষ গোয়াড়িকরের ছবি ‘তুলসীদাস জুনিয়র’-এর শ্যুটিং শেষ করেছেন তিনি। মুক্তির অপেক্ষায় রয়েছে রাজীব কপূর অভিনীত ‘তুলসি দাস জুনিয়র’।
Tags :
Rishi Kapoor ABP Ananda Raj Kapoor ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Rajiv Kapoor