Hoy Ma Noy Bouma: গোমড়া মুখে হাসি ফোটাতে তাঁর জুড়ি মেলা ভার, তাঁর উপস্থিতি মানেই দেদার হাসির ফুলঝুরি, তিনিই রাজপাল যাদব | ABP Ananda LIVE
গোমড়া মুখে হাসি ফোটাতে তাঁর জুড়ি মেলা ভার। সিনেমার পর্দায় তাঁর উপস্থিতি মানেই দেদার হাসির ফুলঝুরি। তিনি রাজপাল যাদব। নানা ছবিতে তাঁর সংলাপ দর্শকদের মনে রয়ে গিয়েছে।