Laxmikantapur Local : পরিচালক রাম কমল মুখোপাধ্যায়ের সিনেমা লক্ষ্মীকান্তপুর লোকালের মিউজিক লঞ্চ ঘিরে গঙ্গাবক্ষে চাঁদের হাট
ABP Ananda LIVE : প্রতিদিন গ্রাম থেকে কাজের সন্ধানে আসে ওঁরা। ট্রেন থেকে নেমে ব্যস্ততায় নিত্য মিশে যওয়া। বাড়ি বাড়ি পরিচারিকার কাজ সেরে ফের ট্রেন ধরে বাড়ি ফেরা, সেই মানুষদের সুখ-দুঃখের সঙ্গী লক্ষীকান্তপুর লোকাল। গঙ্গাবক্ষে বিলাসবহুল ক্রূজে দেদার গানবজনা, রান্না। শুক্রবার এভাবেই পরিচালক রাম কমল মুখোপাধ্য়ায়ের সিনেমা লক্ষ্মীকান্তপুর লোকালের মিউজির লঞ্চ হল। মিউজিক লঞ্চ ঘিরে কার্যত যেন চাঁদের হাট। গান-বাজনায় মেতে উঠলেন কলাকুশলীরা।
আরও খবর...
কোনও মেধাতালিকা নয়, সংশ্লিষ্ট পরীক্ষার্থী জানতে পারবেন নিজের প্রাপ্ত নম্বর, জানাল SSC
কোনও মেধাতালিকা নয়, সংশ্লিষ্ট পরীক্ষার্থী জানতে পারবেন নিজের প্রাপ্ত নম্বর, জানাল SSC। '৬০ নম্বরের মধ্যে প্রাপ্ত কত ? কমিশনের সাইট লগ-ইন করে রোল নম্বর দিয়ে জানা যাবে নম্বর'। '১৭ নভেম্বর থেকে হবে একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নথি পরীক্ষা'। 'তারপর প্রকাশিত হবে ইন্টারভিউয়ের জন্য তালিকা'। আগামী সপ্তাহে প্রকাশিত হতে পারে নবম-দশমের ফল, জানানো হয়েছে SSC-র তরফে। একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসেছিলেন ২ লক্ষ ২৯ হাজার ৬০৬ জন পরীক্ষার্থী।