Ranjit Mallick Exclusive: ২-১ দিন শ্যুটিং দেখে কোয়েলকে ছবি থেকে বাদ দিয়ে দিবি, পরিচালককে বলেছিলেন রঞ্জিত মল্লিক
অভিনয় তাঁদের রক্তে। তাই মেয়ে অভিনয় করবে এই নিয়ে কোনও আপত্তি ছিল না তাঁর। কিন্তু মেয়ে আদৌ অভিনয়টা পারবে তো? নাকি ছবি অসফলতা দেখে মনের ওপর চাপ পড়বে! পাশাপাশি বিপুল অঙ্কের টাকার ক্ষতি হবে প্রযোজকেরও। ৯০ এর দশকের প্রথম সারির সেই অভিনেতা ভয়ে পরিচালককে বললেন, 'হর.. দু-একদিন শ্যুটিং দেখবি। তারপর বাদ দিয়ে নতুন নায়িকা নিয়ে নিবি।' মেয়ে জানতে পেরে অবাক হবে বলেছিল, 'বাবা! সবাই সবার ছেলে মেয়েকে সাহায্য করে আর তুমি আমায় ছবিতে নিতে বারণ করছো!' বাবার ভয়কে তুচ্ছ করে পরের প্রজন্মের প্রথম সারির নায়িকা হয়ে নিজেকে প্রমাণ করেছে সেই অভিনেত্রী। কোয়েল মল্লিক (Koel Mallick) এখন প্রথম সারির নাম। আর ফেলে আসা সময়ের কথা বলতে গিয়ে এখনও হাসি খেলে যায় বাবা রঞ্জিত মল্লিকের (Ranjit Mallick) ঠোঁটে। সেই হাসি গর্বের।
Tags :
ABP Ananda Tollywood Entertainment ABP Exclusive ABP Live Koel Mallick ABP Live Exclusive Entertainment News Ranjit Mallick ABP Ananda