বলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত প্রখ্যাত কোরিওগ্রাফার সরোজ খান

বলিউড আরও এক তারকাকে হারাল। চলে গেলেন প্রখ্যাত কোরিওগ্রাফার সরোজ খান। ইরফান খান, ঋষি কপূর, ওয়াজিদ খান, সুশান্ত সিং রাজপুতের পর এবার সরোজ খানের মৃত্যুর খবরে আবার শোকের মেঘ ঘনাল সিনে ইন্ডাস্ট্রিতে।
২০ জুন সরোজ খানকে মুম্বইয়ের বান্দ্রার এক হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল তাঁর। চিকিত্সা চলছিল। বৃহস্পতিবার গভীর রাতে হঠাত্ই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। রাত ২টো নাগাদ মৃত্যু হয় তাঁর। সরোজ খানের বয়স হয়েছিল ৭১ বছর।
সূত্রের খবর, হাসপাতালে ভর্তির পরই সরোজ খানের কোবিড নাইন্টিন টেস্টও করানো হয়। কিন্তু টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে।
প্রায় ২০০টিরও বেশি ছবিতে কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছেন সরোজ খান। মাধুরী দীক্ষিত এবং শ্রীদেবী অভিনীত বহু ছবির বহু বিখ্যাত গানের কোরিওগ্রাফি করেছিলেন তিনি। ‘তেজাব’-এর এক দো তিন, ‘বেটা’-র ধক ধক করনে লগা, ‘স্যায়লাব’-এর ‘হামকো আজকাল হ্যায় ইন্তেজার’, ‘মিস্টার ইন্ডিয়া’-র কাটে নেহি কাটতে দিন ইয়ে রাত, হাওয়া হাওয়াই, ‘চাঁদনি’র ‘ও মেরি চাঁদনি’ থেকে শুরু করে ‘জব উই মেট’-এর ‘ইয়ে ইশক হায়ে’-র মতো বহু হিট গান তাঁর ঝুলিতে রয়েছে। নিজের প্রতিভার গুণেই সিনে ইন্ডাস্ট্রিতে আলাদা পরিচিতি তৈরি করেছিলেন সরোজ খান। সূত্রের খবর, মালাডে আজ তাঁর শেষকৃত্য হওয়ার কথা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola