Rituparna Sengupta Exclusive Interview: কোন শর্তে প্রসেনজিৎ-দেবশ্রীর সঙ্গে এক ফ্রেমে? 'জীবনের রাজনীতি সামলাতে পারলাম না,' বলছেন ঋতুপর্ণা
প্রথমবার রুপোলি পর্দায় এক ফ্রেমে ঋতুপর্ণা সেনগুপ্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর দেবশ্রী রায়! অফারটা পেয়ে কেমন লেগেছিল নায়িকার? নতুন হিন্দি ছবি 'সল্ট'-এ নিজের চরিত্র নিয়ে বেশ উৎসাহী নায়িকা। রাজনীতি থেকে চিরকালই দূরত্ব বজায় রেখে চলেন, নিমজ্জিত থাকতে চান অভিনয়েই। র্যাপিড ফায়ারের উত্তরে সাবলীল, স্বচ্ছন্দ। এবিপি আনন্দর সাক্ষাৎকারে অকপট ঋতুপর্ণা সেনগুপ্ত
Tags :
Deboshree Roy Rituparna Sengupta Interview Rituparna Interview Salt Prasenjit Chatterjee ABP Live ABP Exclusive Rituparna Sengupta