Rituparna Sengupta: 'এই ব্যাপারে কথা বলার যোগ্য নই আমি', ইডির তলব প্রসঙ্গে এবিপি আনন্দকে বললেন ঋতুপর্ণা সেনগুপ্ত

রেশন বণ্টন দুর্নীতি মামলায় ফের ঋতুপর্ণা সেনগুপ্তকে নোটিস পাঠাল ইডি। ১৯ জুন অভিনেত্রীকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। সবরকমের উত্তর দিতে প্রস্তুত। প্রতিক্রিয়া অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর।

রেশন বণ্টন দুর্নীতি মামলায় ফের ঋতুপর্ণা সেনগুপ্তকে নোটিস পাঠাল ইডি। ভোটের ফল প্রকাশের পরের দিন অর্থাৎ ৫ জুন ঋতুপর্ণা সেনগুপ্তকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়। কিন্তু, বিদেশে থাকায় কিছুটা সময় চেয়েছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এবার ১৯ জুন অভিনেত্রীকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হল। ইডি সূত্রে দাবি, রেশন দুর্নীতি মামলার তদন্তে অভিযুক্তদের অ্য়াকাউন্ট খতিয়ে দেখতে গিয়ে সামনে আসে ঋতুপর্ণা সেনগুপ্তর নাম। রেশন দুর্নীতির টাকা কি ঘুরপথে তাঁর অ্যাকাউন্টে গিয়েছিল? সূত্রের খবর, তা জানতেই ১৯ জুন ঋতুপর্ণা সেনগুপ্তকে সিজিও কমপ্লেক্সে তলব করেছে ED।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola