করোনায় ভয় কোরো না: রুদ্রনীলের কবিতায় মধ্যবিত্তদের যন্ত্রণা
Continues below advertisement
মধ্যবিত্ত শ্রেণী চিরকালই কাব্যে উপেক্ষিত। সেই মধ্যবিত্তরা, যাঁরা আত্মসম্মানের তাগিদে স্বেচ্ছাসেবী সংস্থার চাল ডালের প্যাকেট নিতে পারেন না, খিচুড়ির লাইনে দাঁড়াতে পারেন না। কিন্তু তাঁরা জানেন না, যে লকডাউন উঠলে তাঁদের চাকরি ফেরত পাবেন কি না, পরের মাসে ইএমআই দিতে পারবেন কিনা। তাঁদের নিয়ে কবিতা লিখে নিজেই আবৃত্তি করেছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ।
Continues below advertisement
Tags :
Coronake Bhoy Koro Na Middle Class People Rudranil Ghosh Poetry Rudranil Ghosh Coronavirus LIVE Abp Ananda Covid-19