ABP News

Rukmini Maitra: আসছে বিনোদিনী; 'ঘরে ঘরে বিনোদিনী আছে', ABP লাইভে এক্সক্লুসিভ রুক্মিণী

Continues below advertisement

পর্দার বিনোদিনী ভয় পান দর্শক হারিয়ে ফেলার। আর বাস্তবের রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)? তিনি ভয় পান কাছের মানুষকে হারিয়ে ফেলার। কাছের মানুষের হাত ছেড়ে দেওয়ার। গত কয়েক বছর ধরে বিনোদিনী হয়ে উঠতে উঠতে, তিনি যেন কখন মিশে গিয়েছেন এই চরিত্রের সঙ্গে। ধ্রুপদী নাচ শিখেছেন দীর্ঘদিন ধরে, আয়ত্ত করেছেন সেকালের চালচলন, কথা বলা, সবকিছু। তিনি ও রামকমল মুখোপাধ্যায় মিলে যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নই উঠে আসবে পর্দায়। 'বিনোদিনী' হয়ে। এই ছবিতে অভিনয় করতে গিয়ে অদ্ভূত সমস্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে রয়েছিল রুক্মিণী মৈত্রকে। সেই সমস্ত কথা বলতে গিয়ে কখনও তিনি শিহরিত হয়ে উঠলেন, কখনও আবার ভাসলেন আবেগে। সামলে নিলেন চোখের জল। 'বিনোদিনী'-র কথা বলতে গিয়ে রুক্মিণী যেন ছুঁয়ে ফেলতে চাইলেন, কিংবদন্তি সেই নটীকে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram