'সড়ক-টু'-এর ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই হু হু করে বাড়ছে ডিসলাইক-এর সংখ্যা, বয়কটের দাবি সুশান্তের অনুরাগীদের
Continues below advertisement
'সড়ক-টু'-এর ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই হু হু করে বাড়ছে ডিসলাইক-এর সংখ্যা। বুধবার মুক্তি পেয়েছে সঞ্জয় দত্ত, আলিয়া ভাট, আদিত্য রায় কপূর অভিনীত এই ছবির ট্রেলার। ছবিটি পরিচালনা করেছেন মহেশ ভাট। বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ডিজনি প্লাস হটস্টার-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে 'সড়ক-টু'-এর ট্রেলারে লাইকের সংখ্যা মাত্র ৯৫ হাজার। সেখানে ডিসলাইকের সংখ্যা ৬ লক্ষ ৭৭ হাজার। অন্যদিকে ফক্স স্টার হিন্দি-র অফিশিয়াল ইউটিউব চ্যানেলে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ডিসলাইক-এর সংখ্যা গিয়ে পৌঁছেছে প্রায় ৪৮ লক্ষে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই নেপোটিজম বিতর্কের আবর্তে রয়েছে ‘সড়ক টু’। সোশ্যাল মিডিয়াজুড়ে সুশান্তের অনুরাগীরা এই ছবিকে বয়কট করার দাবি তুলেছেন।
Continues below advertisement