Sandip Roy Exclusive: হলিউডে তিক্ত অভিজ্ঞতা, ক্যামেরার কারসাজিতেই গুপি-বাঘায় ম্যাজিক করেছিলেন সত্যজিৎ

Continues below advertisement

হলিউডে ছবি করতে চেয়েছিলেন বাবা। স্বপ্নপূরণ হয়নি। বরং ফিরেছিলেন তিক্ত অভিজ্ঞতা নিয়ে। সেই অভিমান থেকে 'শঙ্কু'-র ছবি পরিচালনা করার সময় ঠিক করেছিলেন, বিদেশ থেকে কোনও সাহায্য নেবেন না। শঙ্কু যখন পুরস্কার পেল, ইচ্ছা হয়েছিল বাবাকে বলবেন, 'পোস্ট এডিটিং-এর সমস্ত কাজই হয়েছে এই কলকাতাতেই'। তিনি সন্দীপ রায়। বাবা সত্যজিৎ রায়ের ছবিতে স্থিরচিত্রগ্রাহকের কাজ করতে করতে হঠাৎ পরিচালনায় আসা, তারপর নিজের ছবি। এখনও প্রথম ছবির ফার্স্ট কাট দেখানোর সময় মনে পড়ে বাবার কথা। গুপি গায়েন, বাঘা বায়েন, সোনার কেল্লার মত ছবি তৈরির সময় তিনিই ছিলেন কিংবদন্তি পরিচালকের ছায়াসঙ্গী। সাদাকালো সেইসব ছবির পিছনে লুকিয়ে রয়েছে কত রঙিন গল্প। সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকীর ১০০ বছর পূর্তিতে 'বাবু'র চোখে মানিক দর্শন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram