Valentine day Special ভালবাসার দিনে কার সঙ্গে সময় কাটালেন সারা?
সারা আলি খান। বি-টাউনের জেন ওয়াই তারকাদের মধ্য়ে অন্য়তম। সারার স্টাইল স্টেটমেন্ট বলে বলে গোল দিতে পারে যে কোনও ফ্য়াশানিস্তাকে। সারার লাভ লাইফ নিয়ে চর্চা কম হয়না। সুশান্ত সিং রাজপুত সহ একাধিক কো স্টারের সঙ্গে সারার সম্পর্কের গুঞ্জন শোনা যায় ইতিউতি। তাই ২০২১ এর ভ্য়ালেনটাইন ডে'টা কার সঙ্গে কাটালেন এই সুন্দরী, তা নিয়ে সকলেই বেশ কৌতুহলী। কিন্তু সারা ভি ডে কাটল এক্কেবারে অন্য়ভাবে।
রূপালী পর্দায় আত্মপ্রকাশ করার আগে বেশ মোটাই ছিলেন সইফ-অমৃতা তনয়া। দিনরাত জিম করে ওজন কমিয়ে তবেই সিনেমায় পা দিয়েছেন সারা। তারপর কেদারনাথ, সিমবা, কুলি নং ওয়ান সহ একাধিক সিনেমায় সারার অভিনয় প্রশংসা কুড়িয়েছে দর্শকের। সুশান্ত সিং রাজপুতের মৃত্য়ুর পর সুশান্তের সঙ্গে সারার সম্পর্কের কথা প্রকাশ্য়ে এসেছিল। প্রকাশ্য়ে এসেছিল কার্তিক আরিয়ানের সঙ্গে লিঙ্ক আপের কথাও। যদিও নিজের মুখে কখোনই কোনও সম্পর্কের কথা স্বীকার করেনি সারা। তাই ভালবাসার এই বিশেষ দিন অর্থাৎ ভ্য়ালেনটাইন ডে'টা কার সঙ্গে কাটালেন সারা, সেদিকে নজর ছিল ভক্তমহলের।
কিন্তু সারার ইন্স্টাগ্রাম প্রোফালই দেখে প্রকাশ্য়ে এল অন্য় খবর। সারা বিশেষ দিনটি কাটালেন একেব্বারে নিজের সঙ্গে। হ্যাঁ। ফিটনেস ফ্রিক সারা আলি খান ভ্য়ালেনটাইন ডে'র দিন বেশ কিছুটা সময় কাটালেন যোগা করে। পুরোদস্তুর জিম স্য়ুটে সারার যোগার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়। ভিডিওর ক্য়াপশানে নিজেকে ভালবাসা অর্থাৎ আত্মপ্রেমের কথা বলেছেন কেদারনাথ তারকা।
প্রসঙ্গত, সারা একা নয়, অনেক বলিউড সেলিব্রিটিই আছেন যারা নিজেদের ফিটনেস সম্পর্কে বেশ সচেতন। জন আব্রাহাম, টাইগার শ্রফ, হৃত্বিক রোশন থেকে শুরু করে দিশা পাটানি, ক্য়াটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোন, করিনা কাপুর খান। তালিকাটা বেশ দীর্ঘ। তবে প্রথম সারির এই স্টারের পাশাপাশি নিউ এজ তারকারাও যে ফিটনেস যথেষ্ট সচেতন তারই প্রমাণ মিলল আরও একবার।