Sare 7tay Saradin: মুম্বইয়ে ভারসোভা শ্মশানে সম্পন্ন হল কে কে-র শেষকৃত্য, সুরে সুরে বিদায় গানের জাদুকরকে

Continues below advertisement

সুরেলা অধ্যায়ের পরিসমাপ্তি। চোখের জলে আজ গোটা দেশ শেষ বিদায় জানাল গানের জাদুকরকে। মুম্বইয়ে ভারসোভা শ্মশানে সম্পন্ন হল কেকে-র শেষকৃত্য। শেষ শ্রদ্ধা জানাতে সকাল সাড়ে ১০টা থেকে আন্ধেরি ওয়েস্টে পার্ক প্লাজার বাসভবনে রাখা ছিল কে কে-র নশ্বর দেহ। সেখানে প্রয়াত গায়ককে শেষশ্রদ্ধা জানান জাভেদ আখতার, হরিহরণ, অলকা ইয়াগনিক থেকে শ্রেয়া ঘোষাল, শান্তনু মৈত্ররা। সঙ্গে আরও খবর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram