Saswata Chatterjee Exclusive: 'অভিনেতা হয়েছি, সেটাই একটা মিরাকল্ আমার কাছে'
টলিউড থেকে বলিউড, দুই ভাষার রুপোলি পর্দাতেই অবাধ বিচরণ তাঁর। টলিউডের একের পর ছবি মুক্তি পাচ্ছে তাঁর অন্যদিকে জোরকদমে শ্যুটিং চলছে বলিউডেও। 'আবার কাঞ্চনজঙ্ঘা' ছবির হাত ধরে দীর্ঘদিন পর অর্পিতা চট্টোপাধ্যায়ের বিপরীতে দেখা যাবে তাঁকে। শাশ্বত চট্টোপাধ্যায়। ছবির শ্যুটিংয়ের গল্প করতে গিয়ে অভিনেতা হাতড়ালেন ছোটবেলার স্মৃতি, বললেন অপূর্ণ ইচ্ছেদের কথা।
Tags :
ABP Ananda Tollywood Entertainment ABP Exclusive ABP Live Saswata Chatterjee ABP Live Exclusive Entertainment News Saswata Chatterjee Exclusive Abbar Kanchanjangha ABP Ananda