Sandip Roy Exclusive: পান থেকে চুন খসলেই, ফেলুদার ছবিকে সবাই গালাগালি করার জন্য মুখিয়ে থাকেন | ABP Ananda Live

Sandip Roy interview: 'ফেলুদা' তৈরি যে সোশ্যাল মিডিয়ার যুগে কার্যত আগুন নিয়ে খেলা, তা জানেন খোদ পরিচালকও। বাঙালির কার্যত পীঠস্থান যে বাড়ি, তার সেই বইঠাসা বৈঠকখানায় বসে সাক্ষাৎকার দিতে দিতে, ঘুরে ফিরে সেই কথাই বললেন তিনি। আসলে যে চরিত্রের সঙ্গে জড়িয়ে রয়েছে হাজার হাজার বাঙালির আবেগ, তাকে পর্দায় সার্থকভাবে ফুটিয়ে তোলা সহজ নয়। আর তাই, দীর্ঘ সময় ধরে, ফেলুদাকে নিয়ে সবচেয়ে বেশি কাজ করলেও, প্রত্যেক ছবিই যেন তাঁর কাছে নতুন চ্যালেঞ্জ। ঠিক যেমন, মুক্তির অপেক্ষায় থাকা নতুন ছবি 'নয়ন রহস্য'। ছক ভেঙে এবার শীতের বদলে গরমের ছুটিতে আসছে ফেলুদা। গ্রীষ্মের এক পড়ন্ত বিকেলে, এবিপি লাইভের (ABP Live) ক্যামেরার সামনে বসে, 'ফেলুদা' তৈরির ভাল-মন্দ, মনের কথা সবটা উজাড় করে দিলেন পরিচালক সন্দীপ রায় (Sandip Roy)। সত্যজিৎ রায়ের জন্মদিনে, বাবার স্মৃতি, বাবাকে নিয়ে কাজের পরিকল্পনা উজাড় করে দিলেন সন্দীপ রায়।

#SandipRoy #SandipRoyFeluda #FeludaNews #indraneilsengupta

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola