Saurav Das Exclusive: সায়নীর থেকে রাজনীতি আর অভিনয় একসঙ্গে সামলানোর অনুপ্রেরণা পাই: সৌরভ

কালো টিশার্টের ওপর ডিজাইনার জ্যাকেট, সঙ্গে ডিজাইনার প্যান্ট। গলার বড় লকেটের ওপর আটকে রাখা চশমা। অনুষ্ঠানে তাঁর স্টাইল স্টেটমেন্ট ছিল সবার থেকে থেকে আলাদা। রণবীর সিংহের সঙ্গে তুলনা টানতে একটু লজ্জা পেয়ে তিনি বললেন, 'ব্যাপারটা ঠিক তেমন না, থিমের সঙ্গে মানানসই পোশাক পাচ্ছিলাম না। হঠাৎ অনিন্দিতার (অনিন্দিতা বসু) এই জ্যাকেটটা পছন্দ হল। আলমারি থেকে নিয়ে পরে চলে আসলাম। এখনও জানে না কিন্তু, দেখলেই রাগ করবে'... হেসে ফেললেন সৌরভ দাস। তিনি চর্চিত অভিনেতা, বিতর্কিতও বটে। ব্যক্তিগত জীবন ও পছন্দ নিয়ে একাধিকবার নেটিজেনদের ট্রোলিং-এর স্বীকার হয়েছেন সৌরভ। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় স্কার্ট পরে ছবি ভাগ করে নিয়েছিলেন অভিনেতা। এমন পোশাক নির্বাচন করতে কী বিশেষ সাহস লাগে? এবিপি লাইভকে সৌরভ বলছেন, 'আমি নেটিজেনদের কথা ভেবে অভিনয়ে আসিনি। আমার যেটা ভালো লাগে সেটাই করি। তাতে মানুষ আমায় ভালোবাসেন, আবার ট্রোলিং-ও করেন। সবেরই অধিকার আছে তাঁদের। তবে আমার জীবনটা আমি আমার মতো করেই কাটাব। আমারও তো সেই অধিকার আছে।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola