Shiboprosad Mukherjee: আমার স্পর্শ পবিত্র কি না, সেটা একমাত্র কৌশানীই বুঝতে পারবে: শিবপ্রসাদ

ABP Ananda Live: তিনি ছক ভেঙ্গেছেন, নতুন রূপে নতুন গল্পে তিনি এবার 'বহুরূপী' (Bohurupi)। তবে নতুন গল্পের আড়ালে লুকিয়ে রয়েছে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shiboprosad Mukherjee)-এর কত কথা! প্রথমবার পর্দায় রোম্যান্স, তাও আবার কৌশানী মুখোপাধ্যায়ের (Kaushani Mukherjee) সঙ্গে! পুজোয় মুক্তি পাচ্ছে নন্দিতা রায় (Nandita Roy) ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত, আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee), ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) ও কৌশানী-শিবপ্রসাদ অভিনীতি 'বহুরূপী'। প্রথমবার পর্দায় ব্যাঙ্ক-ডাকাত সাজা, থ্রিলারে অভিনয়, কড়া ডায়েটে থেকে ওজন ঝরানো.. সব নতুন-এর কেন অভিজ্ঞতা হল তাঁর? টলিউডে সম্মানের জায়গা, কাজ করার পরিবেশ কি আদৌ রয়েছে? এত বছর পরেও কোথায় কোথায় খামতি থেকে গেল? সৌমিত্র চট্টোপাধ্যায় কোন অভিমান নিয়ে চলে গেলেন? আজও নন্দিতা রায় সম্মান পান না বলে ক্ষোভ রয়েছে শিবপ্রসাদের? অজানা কথায়, অজানা গল্পে.. এ এক অচেনা শিবপ্রসাদ মুখোপাধ্যায়। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola