Shilpa Shetty Instagram Post: আমি ভাগ্যবান যে আমি বেঁচে  রয়েছি, পর্নকাণ্ডের পর মুখ খুললেন শিল্পা

পর্নকাণ্ডের তদন্তে শিল্প শেট্টির (Shilpa Shetty) বাড়িতে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। রাজ কুন্দ্রাকে (Raj Kundra) সঙ্গে নিয়েই আজ শিল্পা শেট্টির বাড়িতে তল্লাশি চালান গোয়েন্দারা। পর্নকাণ্ড নিয়ে শিল্পার ভূমিকা নিয়েও শুরু হয়েছে তদন্ত, খবর সূত্রের। জানা গিয়েছে, নতুন পর্ন অ্যাপ লঞ্চ করার আগে কিছু এগ্রিমেন্ট করেছিলেন রাজ। সেই এগ্রিমেন্ট পেপারের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এছাড়াও শিল্পা শেট্টি, রাজের এই কাজ সম্পর্কে আগে থেকে কিছু জানতেন কি না তাও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। রাজ কুন্দ্রার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইতিমধ্যেই খতিয়ে দেখেছে মুম্বই পুলিশ। 
 
পর্নকাণ্ডে রাজ কুন্দ্রার বিরুদ্ধে বিস্ফোরক তথ্য পুলিশের হাতে। '১২ লক্ষ ডলারে ১২১ পর্ন ভিডিও বিক্রি নিয়ে আলোচনা। হোয়াটসঅ্যাপে লেনদেন নিয়ে আলোচনা করেছে রাজ কুন্দ্রা।', তথ্য হাতে রয়েছে বলে দাবি মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের।
এদিকে নীরবতা ভাঙলেন অভিনেত্রী শিল্পা শেট্টি। নীরবতা ভাঙতে হাতিয়ার করলেন মার্কিন লেখক জেমা থারবারের উদ্ধৃতি। "যারা আমাদের কষ্ট দেয়, আমরা তাঁদের দিকে ক্রোধের দৃষ্টিতে তাকাই। আমরা হতাশ হই, দুর্ভাগ্য সহ্য করি। আমরা ভয় পাই হয়তো আমাদের চাকরি চলে যাবে। ভাবি আমাদের কোন অসুখ হবে। আমি ভাগ্যবান যে আমি বেঁচে  রয়েছি। আগেও বহু চ্যালেঞ্জের মোকাবিলা করেছি।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola