Filmstar: 'কফি উইথ করণ'-এ এবার সিদ্ধার্থ-বরুণ.. তৈরি হবে নতুন কী কী গল্প?
কর্ণ জোহরের শো 'কফি উইথ করণ' যেন বিতর্কের আঁতুরঘর। নিত্য নতুন গুঞ্জন আর বিতর্ক তৈরি হচ্ছে তাঁর শোয়ে। আর এই গুঞ্জনের গন্ধেই মেতে রয়েছে বিনোদন দুনিয়া। সিদ্ধার্থ মলহোত্র আর বরুণ ধবনকে নিয়ে মুখোমুখি বসবেন কর্ণ। তারপর একে একে আরও চমক থাকবে 'কফি উইথ করণ'-এ।
Tags :
Varun Dhawan Koffee With Karan ABP Live Exclusive Entertainment News ABP Ananda Entertainment ABP Exclusive ABP Live Tollywood Siddharth Malhotra