Sonali Phogat Death: সোনালি ফোগতের রহস্যমৃত্যুতে গ্রেফতার আপ্তসহায়ক সুধীর সাঙ্গোয়ান এবং ঘনিষ্ঠ সুখবিন্দর সিংহ
বিজেপি নেত্রী সোনালি ফোগতের রহস্যমৃত্যুতে গ্রেফতার তাঁরই আপ্তসহায়ক সুধীর সাঙ্গোয়ান এবং ঘনিষ্ঠ সুখবিন্দর সিংহ। গোয়া পুলিশ জানিয়েছে, মৃত্যুর আগে পানীয়তে মাদক মিশিয়ে জোর করে সোনালি ফোগতকে খাওয়ানো হয়। জেরায় সেকথা স্বীকার করেছেন ধৃত সুখবিন্দর সিংহ এবং সুধীর সাঙ্গোয়ান। এরই মাঝে তদন্তকারীদের হাতে গোয়ার একটি ক্লাবের সিসিটিভি ফুটেজ। যেখানে দেখা যাচ্ছে, সোনালি ফোগতকে ধরে ধরে নিয়ে যাচ্ছেন, তাঁর আপ্তসহায়ক সুধীর সাঙ্গোয়ান। প্রায় ২ ঘণ্টা সোনালিকে বাথরুমে ফেলে রাখা হয় বলেও অভিযোগ। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। এদিকে, সোনালি ফোগতের পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে। ঘটনায় সিবিআই তদন্তের দাবিও জানিয়েছেন তাঁরা।
Tags :
Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Sonali Phogat