Soumitrisha Kundoo: ‘স্কুলে অঙ্কে ১ পেয়েছিলাম, শুনেছি আমার নাকি মাটিতে পা পড়ে না’, দিলখোলা সৌমিতৃষা | ABP LIVE Exclusive

Continues below advertisement

Entertainment News: পর্দায় তিনি যেমন.. ঝলমলে, প্রাণখোলা, বাস্তবেও তাই। যে কোনও প্রশ্নের উত্তরেই সাবলীলভাবে নিজের ভাবনা মেলে ধরেন। কথা বলেন ঝরঝরিয়ে। ফেলে আসা বছরে ছোটপর্দা থেকে বড়পর্দায় (Pradhan Movie) পা রেখেছেন তিনি। কিন্তু পর্দায় ‘মিঠাই’-এর ছোটবেলাটা কেটেছিল ঠিক কেমন করে? অবসরে বাড়িতে কীভাবে সময় কাটে তাঁর?  প্রেমপ্রস্তাব পাওয়া থেকে শুরু করে তাঁকে নিয়ে হওয়া সমস্ত গুঞ্জন... এবিপি লাইভের (ABP Live) যাবতীয় প্রশ্নের উত্তরে অকপট, প্রাণখোলা সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo)।
#SoumitrishaKundoo #BengaliMovie #Pradhan #Entertainment

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram