Sourav Chakraborty Exclusive: ‘রাজনীতি’-তে পা, এবার কি প্রেমে পড়তে তৈরি সৌরভ? ABP Ananda Exclusive
Continues below advertisement
ছোটবেলায় তাঁর ধারণা ছিল, তিনি নাকি কবিতা লিখে নোবেল পাবেন। সময় পেরিয়েছে, বইয়ের পাতা বদলে তাঁর ঠিকানা এখন রুপোলি পর্দা। অভিনয় থেকে শুরু করে পরিচালনা... একের পর এক ধাপ পেরিয়েছেন তিনি, যদিও বাকি এখনও অনেকটা পথ। বর্তমানে অবশ্য ‘রাজনীতি’-তে পা রেখে দিব্যি প্রশংসিতও হচ্ছেন তিনি। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে অভিনয়, পরিচালনা... এবিপি লাইভের (ABP Live) সঙ্গে অকপট আড্ডায় সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty)।
Continues below advertisement
Tags :
Arjun Ditipriya Roy WEB SERIES Kaushik Ganguly ABP Live Exclusive Bengali Web Series Hoichoi New Web Series ABP Ananda Sourav Chakraborty Entertainment Entertainment News ABP Exclusive ABP Live Tollywood SVF Sourav Chakraborty Exclusive Konineeka Raajniti