Chidananda Dasgupta: চিদানন্দ দাশগুপ্তর জন্মশতবর্ষে নন্দনে বিশেষ অনুষ্ঠান, তাঁর কর্মজীবনের স্মৃতিচারণ করলেন কন্যা অপর্ণা সেন

কলকাতা ফিল্ম সোসাইটির প্রতিষ্ঠাতা, চলচিত্র পরিচালক চিদানন্দ দাশগুপ্তর জন্মশতবার্ষিকী এবং সুপ্রিয়া দাশগুপ্তর স্মরণে নন্দনে দু’দিন ধরে বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হল। চিদানন্দ দাশগুপ্ত পরিচালিত কিছু ছবির প্রদর্শন ছাড়াও এই অনুষ্ঠানে চিদানন্দ দাশগুপ্ত মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে প্রত্যেক বছর 'বেস্ট ডেবিউ ফিল্ম', 'বেস্ট কসটিউম ডিজাইন' এবং 'বেস্ট রাইটিং অন সিনেমা' এই তিন বিভাগে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়। বাবার জন্মশতবার্ষিকী এবং তাঁর বিভিন্ন কাজের বিষয়ে স্মৃতিচারণা করেন অপর্ণা সেন।

প্রত্যেক বছর এই অনুষ্ঠানের আয়োজন করা হবে। এবছর কলকাতা চলচ্চিত্র উৎসবেও দেখানো হবে চিদানন্দ দাশগুপ্তর কিছু ছবি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola