Devi Chaudhurani : পুরুলিয়ায় জোরকদমে শ্যুটিং.. শ্রাবন্তী-বিবৃতি-অর্জুনদের অভিনয়ের ঝলক
শুভ্রজিৎ মিত্রের পরিচালনায় জোরকদমে শ্যুটিং চলছে ‘দেবী চৌধুরানি’-ছবির । পুরুলিয়ায় শেষ হয়েছে ছবির প্রথম দফার শ্যুটিং।
কলকাতা ও বোলপুরে বাকি রয়েছে শ্যুটিংয়ের বেশ কিছু অংশ। ‘দেবী চৌধুরানি’ মূলত পিরিয়ড ড্রামা। ছবির নামভূমিকায় দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। ভবানী পাঠকের ভূমিকায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। নিশির ভূমিকায় বিবৃতি চট্টোপাধ্যায়। রঙ্গরাজের ভূমিকায় অর্জুন চক্রবর্তী। সাগরের ভূমিকায় থাকছেন দর্শনা বণিক। হরবল্লভ রায় হচ্ছেন সব্যসাচী চক্রবর্তী। বিশ্বেশ্বর রায়ের ভূমিকায় কিঞ্জল নন্দ।