Subhashree Ganguly: প্রত্যেক বাড়ির বাবাদের মতো, মায়েদেরও কাজে বেরনো বাধ্যতামূলক হোক: শুভশ্রী
ABP Ananda Live: রাত পোহালেই তাঁর সিরিজ মুক্তি, একজন সাংবাদিকের চরিত্রে দেখা যেতে চলেছে তাঁকে, শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে (Subhashree Ganguly)। 'হইচই'-তে মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ওয়েব সিরিজ, 'অনুসন্ধান'। আর সেই সিরিজ নিয়ে কথা বলতে গিয়েই, শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকারে উঠে এল, তাঁর কেরিয়ারের একাল সেকালের কথা। চরিত্রাভিনেতা হিসেবে, টলিউডে নিজের জাত চিনিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কিন্তু তিনি আজও বিশ্বাস করেন, 'চ্যালেঞ্জ', 'খোকা ৪২০'-এর মতো সিনেমাগুলো না থাকলে, শুভশ্রী গঙ্গোপাধ্যায় কখনও তৈরিই হতেন না। তাঁকে ঘিরে যে উন্মাদনা, তার জন্ম কমার্শিয়াল ছবি থেকেই। তবে বর্তমানে তিনি যে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয়ের ডাক পাচ্ছেন, সেই সময়টাকেও তাড়িতে তাড়িতে উপভোগ করেন অভিনেত্রী। 'ধূমকেতু' মুক্তির পরে সাক্ষাৎকার, পাল্টা সাক্ষাৎকারে দেবকে নিয়ে তীক্ততা, টলিউডে কাজের পরিবেশ, অনির্বাণ ভট্টাচার্যের কাজ না পাওয়া... সমস্ত কিছু নিয়েই অকপট অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়