Subhashree Parambrata Exclusive: মোবাইল, বলিউড মিউজিকে আসক্তি রয়েছে ইউভানেরও, বলছেন শুভশ্রী

মোবাইল আর গেমের নেশায় বুঁদ এক শিশুর ভার্চুয়াল জগতে হারিয়ে যাওয়ার গল্প.. মা-বাবার থেকে দূরে সরে যাওয়ার গল্প বলবে রাজ চক্রবর্তী পরিচালিত নতুন ছবি 'হাবজি-গাবজি' (Habji Gabji)। রিল লাইফে যাঁরা এই শিশুর মা-বাবার ভূমিকায় অভিনয় করছেন, চিত্রনাট্যে তাঁরা চিন্তায় জেরবার তাঁদের এই একরত্তিকে নিয়ে। রিয়েল লাইফে কেমন ছিল তাঁদের ছোটবেলা? ছবি নিয়ে কী কী প্রত্যাশা রয়েছে নায়ক নায়িকার। এবিপি লাইভে নিজেদের ছোটবেলার গল্প বললেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) ও পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola