সুশান্তের মৃত্যু: সলমন সলমন খান ও তাঁর পরিবারের বিরুদ্ধে স্বজনপোষণ ও কেরিয়ারে হস্তক্ষেপের অভিযোগ

সুশান্ত সিংয়ের মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে সলমন খান ও তাঁর পরিবারের বিরুদ্ধে স্বজনপোষণ ও কেরিয়ারে হস্তক্ষেপের অভিযোগ তুললেন পরিচালক অভিনব কশ্যপ। ফেসবুক পোস্টে অভিনব অভিযোগ করেন, ২০১০-এ দবং-এর মুক্তির পর তিনি মত পার্থক্যের জেরে দবং সিরিজ থেকে বেরিয়ে যান। তারপর একাধিক প্রযোজনা সংস্থার সঙ্গে নতুন ছবির চুক্তি করেও সেই প্রজেক্ট শুরু করতে পারেননি। কারণ প্রযোজনা সংস্থা গুলিকে আরবাজ খান ও সোহেল খানের নাম করে হুমকি দেওয়া হয়েছিল। ২০১৩-এ বেশরমের মুক্তির সময় প্রেক্ষাগৃহের মালিক ও ডিস্ট্রিবিউটরদের হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন অভিনব।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola