‘বাগদত্তার সঙ্গে মনোমালিন্য’, সুশান্তর ফোন ধরতেন না বান্ধবী
কয়েকমাস ধরে ডিপ্রেশনে ভুগছিলেন। সম্প্রতি বাগদত্তার সঙ্গে মনোমালিন্যও হয়। কথা বলা বন্ধ করে দেন বান্ধবী। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় উঠে এল নতুন তথ্য। বন্ধু ও ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, ৫ মাস ধরে ডিপ্রেশনে ভুগছিলেন সুশান্ত। সম্প্রতি ওষুধ খাওয়া বন্ধ করে দেন। তাঁর ব্যবহারও বদলে গিয়েছিল। ৫ দিন আগে বোনের সঙ্গে ফোনে কথা হয়। শরীর ভালো নেই বলে জানিয়েছিলেন অভিনেতা। সূত্রের খবর, বোন এসে বান্দ্রার বাড়িতে দু’ দিন থেকেও যান। সুশান্তর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, নভেম্বরে বিয়ে হওয়ার কথা ছিল। লকডাউনের সময় তাঁর কাছেই ছিলেন বান্ধবী। পরে তিনি চলে যান। বান্ধবীর সঙ্গে সুশান্তর ঝগড়া চলছিল। কথা বলা বন্ধ করে দেন বান্ধবী। সুশান্তর ফোনও তিনি ধরছিলেন না। সূত্রের খবর, মৃত্যুর আগে গভীর রাতে বন্ধু মহেশ শেট্টিকে ফোন করেছিলেন সুশান্ত। তিনিও ফোন ধরেননি।