Sushmita Sen dating Lalit Modi: 'ললিত মোদির সঙ্গে সম্পর্কের কথা আগে শুনিনি', বলছেন সুস্মিতার বাবা

Continues below advertisement

' ললিত মোদির সঙ্গে সম্পর্কের কথা আগে শুনিনি। বিয়ের কথা হলে ভাল খবর। ' ললিত মোদির সঙ্গে বিয়ে বা সম্পর্কের কথা জানা নেই বলে এদিন জানিয়েছেন সুস্মিতা সেনের বাবা, বায়ুসেনার প্রাক্তন উইং কমান্ডার। 

প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতার সঙ্গে বিয়ের কথা জানিয়ে ট্যুইট প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদির। সুস্মিতা সেনের সঙ্গে ট্যুইটারে ছবি পোস্ট। এখন ডেটিং, শীঘ্রই বিয়ে, জানিয়েছেন আর্থিক দুর্নীতির অভিযোগে পলাতক ললিত মোদি। যদিও এ নিয়ে কিছু জানা নেই, প্রতিক্রিয়া সুস্মিতা সেনের বাবার। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram