Swarup Biswas: 'আমরা চাই ইন্ডাস্ট্রিকে, টলিউডকে এগিয়ে নিয়ে যেতে', বললেন স্বরূপ বিশ্বাস
ABP Ananda LIVE: 'আমরা চাই ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে, টলিউডকে এগিয়ে নিয়ে যেতে। আমরা চাই যারা এই সমস্যগুলো শুরু করেছে তাঁদের সঙ্গে সরাসরি কথা বলতে', বললেন স্বরূপ বিশ্বাস। 'শ্যুটিং বন্ধ অনভিপ্রেত ঘটনা'। 'কিছু মুষ্টিমেয় পরিচালকদের কর্মবিরতি অনভিপ্রেত'। 'কী কারণে অচলাবস্থা জানে না ফেডারেশন'। 'রেজিস্টার্ড সিনেমার জন্য মৌ চুক্তি আছে, কিছু শর্ত আছে'। 'কিছু মুষ্টিমেয় পরিচালক ইন্ডাস্ট্রি স্তব্ধ করে দিয়েছেন'। 'ইন্ডাস্ট্রিকে বন্ধ করে মুখ্যমন্ত্রীর অবমাননা করেছেন পরিচালকদের একাংশ'। 'অনেক সমস্যা হলেও ইন্ডাস্ট্রি বন্ধ হয়নি'। 'পূর্ব পরিকল্পিতভাবে ইন্ডাস্ট্রিকে স্তব্ধ করে দেওয়া হয়েছে'। 'কাল রাত ৯ থেকে আজ বেলা ১২ পর্যন্ত শ্যুটিং হয়েছে, কলাকুশলীরা কাজ বন্ধ করেননি'। 'কলাকুশলীরা কাজ বন্ধ করেনি'। 'আমরা শ্যুটিং করতে চাই'। 'ঠোকাঠুকি লাগলেও আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করতে চাই'। 'কেউ কাজ না করলে শুধু পরিচালক একা কাজ করতে পারবে ?' 'পরিচালকদের এত অহঙ্কার কিসের ?' 'সমস্ত পরিচালকদের সঙ্গে একসঙ্গে কাজ করতে চাই'। 'প্রবল ষড়যন্ত্র, আমরা চাই ইন্ডাস্ট্রি এগিয়ে যাক'। 'যারা সমস্যার সৃষ্টি করেছেন, তাদের সঙ্গে আলোচনা করব'। 'আলোচনায় সমস্যার সমাধান সম্ভব'। 'ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছেন কয়েকজন'।