Kinjal Nanda: দেবেশ চট্টোপাধ্যায়ের পরিচালনায় মঞ্চস্থ হবে নাটক ফালতু । অভিনয় করছেন কিঞ্জল নন্দ
ABP Ananda LIVE: নিজের পরিচয় নিয়ে সংশয়। সংশয় নিজের অস্তিত্ব নিয়েও। পরিচয় তুলে প্রশ্ন করলেই মনের কোনে জমে থাকা ক্ষোভ যেন বিস্ফোরক হয়ে এক নগ্ন সত্য তুলে ধরে সমাজের সামনে। সেই সত্যটাকেই নাটকের আয়নায় ধরছে
আরও খবর....
ফালতু কথায় কান দেওয়া নয়। ফালতুদের গুরুত্ব দেওয়াও নয়। ফালুতুদের আবার পরিচয় কী? ফালতুরা কি আদৌ নাগরিক, নাকি তারা কোনও দেশেরই নাগরিক নয়? আত্মপরিচয় নিয়ে প্রশ্ন উঠলে পরিচয় বিহীনরা কী জবাব দেবেন?
এই প্রশ্ন নিয়েই দেবেশ চট্টোপাধ্যায়ের পরিচালনায় একটি ছকভাঙা নাটক ফালতু-তে অভিনয় করছেন কিঞ্জল নন্দ। বাগবাজার রিডিং লাইব্রেরিতে ডিসেম্বর এবং জানুয়ারি জুড়ে প্রতি রবিবার নাটকটি মঞ্চস্থ হবে।
এবার হাওড়ার ব্যাঁটরায় বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ ! গুরুতর আহত ৯ বছরের বালক, ডান হাত ও ডান চোখে আঘাত, ভর্তি হাওড়া জেলা হাসপাতালে। মাঠে ব্যাডমিন্টন খেলার সময় মাঠের ধারে পড়ে থাকা বোমাকে মাটিতে ঠুকতেই বিস্ফোরণ। আতঙ্কে স্থানীয়রা, কোথা থেকে এল বোমা, তদন্তে পুলিশ।